নিজের বাড়িতেই ছুরিকাহত বলিউড স্টার সইফ আলি খান। বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে সইফের এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। তখনই ওই ব্যক্তি সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তাতেই আহত হন সইফ। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর ছোটখোটো অস্ত্রোপচার চলছে বলে খবর।
মুম্বই পুলিসের তরফে বলা হয়েছে, গতকাল রাত দুটো নাগাদ সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। ঘরে ঢুকেই বাড়ির কাজের লোকের সঙ্গে চেঁচামেচি শুরু করে দেয় ওই ব্যক্তি। ঘরে সেইসময় ছিলেন করিনা কাপুর, তৈমূল, জে। আওয়াজ শুনে ওই ব্যক্তিতে বাধা দিতে যান সইফ আলি খান। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। তখনই সইফকে ধারল অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই ব্যক্তি।
নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য করিনা, তৈমুর, জে-সহ সইফ ছিলেন সুইত্জারল্যান্ডে। সেখানে থেকে সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন। এর মধ্যেই এই হামলা। কীভাবে নিরাপত্তার বেড়া ডিঙিয়ে ওই ব্যক্তি ঘরে ঢুকে পড়ল তা নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিস।