বদলে গেল সমীকরণ! চিনা বিদেশমন্ত্রী ভারতে আসতেই বড় রেহাই পেলেন দেশের কৃষকরা


ভারতে এসেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। আর তারপরেই চোখের সামনে ‘স্বস্তির আকাশ’ দেখছেন দেশের কৃষকরা। কিন্তু চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের কৃষকদের সম্পর্কটাই বা কি? নয়াদিল্লি সূত্রে খবর, ভারতের বহুদিনের আবেদন অবশেষে রেখেছে বেজিং। তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রী আবার এ দেশে রফতানি করতে রাজি হয়েছে তাঁরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সার, খনিজ পদার্থ এবং সুড়ঙ্গ খোঁড়ার বোরিং মেশিন-সহ তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রী পুনরায় চিন থেকে ভারতে রফতানি করতে রাজি হয়েছে বেজিং। আর তা চিনের বিদেশমন্ত্রীর সফরের মধ্যে দিয়েই পুনরায় ‘অনুমোদন’ পেয়েছে বলেই মত একাংশের।

সোমবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে দু’দিনের সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে জানিয়েছেন যে বেজিং ইতিমধ্য়ে ভারতের আবেদনের ভিত্তিতে এই তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রীর রফতানির কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আরও যে সকল আবেদনগুলি জমা পড়ে রয়েছে, তাও তারা পর্যালোচনা করে দেখবে।

Post a Comment

Previous Post Next Post