নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষ জামিন দিল সুপ্রিম কোর্ট
সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম.এম. সুন্দরেশ এবং বিচারপতি এন.কে. সিংয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন।
শীর্ষ আদালত জানায়, ইডি মামলার মতোই সিবিআইয়ের মামলাতেও একই শর্তে জামিন দেওয়া হবে। তবে আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হচ্ছে না, কারণ প্রাথমিক স্তরের নিয়োগ দুর্নীতি মামলাগুলো এখনও বাকি রয়েছে।
শুনানিতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, তদন্ত প্রক্রিয়ায় এখনও পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি মেলেনি। অন্যদিকে, দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় কারাগারে বন্দি রয়েছেন অথচ মামলার নিষ্পত্তি এগোয়নি।
প্রসঙ্গত, এর আগে ইডির মামলায়ও একই কারণে জামিন পেয়েছিলেন পার্থ। আদালতে এও উল্লেখ করা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় নীচুতলার কর্মী ও আধিকারিকরা একে একে জামিন পেয়েছেন, তাই পার্থকে জামিন থেকে বঞ্চিত করার প্রশ্ন ওঠে না। সমস্ত দিক বিচার করেই শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।