হাসপাতালেই সব শেষ! অসুস্থতার সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা


বিনোদুনিয়ায় যেন মৃত্যুমিছিল! একের পর এক মৃত্যুসংবাদ। দীর্ঘ অসুস্থতার জেরে সদ্য প্রয়াত হয়েছেন বিশিষ্ট মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকর। ভয়ংকর গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল প্রাক্তন মিস ইউনিভার্সের প্রতিযোগীর প্রাণ। মৃত্যুবরণ করেছেন সুপারম্যান খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। এবার শোকের ছায়া বলিউডে। প্রয়াত সুপারহিট মুভি থ্রি ইডিয়টস খ্যাত প্রবীণ অভিনেতা অচ্যুত পোটদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, অসুস্থ অবস্থায় তাঁকে থানের জুপিটার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবারই মৃত্যুর কোলে ঢলে পড়েন 'থ্রি ইডিয়টস'-এর কড়া অধ্যাপক। 

মঙ্গলবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ কর্মজীবনে অচ্যুত পো'দার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও দীর্ঘ অভিনয় কেরিয়ারে ১০০টি মেগায় কাজ করেছেন অচ্যুত। পরিচালক হানসাল মেহতা এক্স হ্যান্ডেলে প্রয়াত অভিনেতার আত্মার শান্তিকামনা করেছেন।

শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, 'জাগ্গু দাদার বাবার ভূমিকায় অভিনয় দেখে আমি ওঁর ভক্ত হয়ে যাই। অঙ্গার ছবির ‘ঐ জাগ্গু’ সংলাপ আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। আমার প্রথম ছবি 'জয়তে'-এ ওঁর সঙ্গে কাজ ককরার সৌভাগ্য হয়েছিল। সেখানে তিনি একজন পেশাদার মেডিক্যাল সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন। অসাধারণ টাইমিং ও দারুণ ব্যঙ্গাত্মক রসবোধ ছিল। শান্তিতে থাকুন অচ্যুত।'

Post a Comment

Previous Post Next Post