ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮ জনের। মৃতদের মধ্যে ছিল ১৭টি শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে চেপেই কাবুলে (Kabul) যাচ্ছিলেন।
পশ্চিম আফগানিস্তানের (Afganistan) হেরাত প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি দ্রুত গতিতেই ছিল বলে জানিয়েছে পুলিশ। চালকের অসাবধানতার জন্যেই এই দুর্ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিও ভাইরাল।
হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র জাইদি জানিয়েছেন, বাসে থাকা সব পরিযায়ীরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা ৮ লক্ষ পরিযায়ীকে সেপ্টেম্বরের মধ্যেই ফেরত পাঠানো হবে।