রাজ্য সরকারকে ফেলার চেষ্টা, অপসারণের সংশোধনী বিল নিয়ে সরব অভিষেক


বুধবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল হতে চলেছে ৷ বিরোধীদের অভিযোগ, এই বিল আনা হচ্ছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী ফৌজদারি মামলায় গ্রেফতার বা আটক হলে তাঁদের অপসারণ করতে। এই বিলের বিষয়বস্তু সামনে আসতেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স পোস্টে তিনি জানিয়েছেন, দেশজুড়ে এত বিষয় থাকতে কেন কেন এই বিল পেশ করা হচ্ছে ? এর পাশাপাশি কেন্দ্রকে বিঁধতে অভিষেক তুলে আনেন PoK প্রসঙ্গও! এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন, "বিরোধী দল এবং সমগ্র জাতির সমর্থন থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় সরকারের এখনও পিওকে পুনরুদ্ধার করার সাহস নেই। তারা কেবল ফাঁকা বক্তৃতা দেয়, কিন্তু যখন ভারতের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের সীমান্ত রক্ষা এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করার কথা আসে, তখন তারা কোনও প্রকৃত উদ্যোগ দেখায় না।"

Post a Comment

Previous Post Next Post