মাকে ধর্ষকের হাত থেকে বাঁচাল ৫ বছরের মেয়ে, অভিযুক্তকে হরিয়ানায় গ্রেফতার করল ডায়মন্ড হারবার পুলিশ


ধর্ষণের চেষ্টার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনার এক যুবককে। অভিযোগ, এক বধূকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি। লোক জানাজানি হওয়ার পরে পালিয়েছিলেন ভিন্‌রাজ্যে। খোঁজ পেয়ে হরিয়ানা থেকে তাঁকে পাকড়াও করে এনেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার আমড়াতলা এলাকায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবতী। স্থানীয় এক যুবক তাঁদের পথ আটকান। অভিযোগ, নির্জন এলাকায় বধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

মাকে বাঁচাতে পাঁচ বছরের মেয়ে দৌড়ে যায় গ্রামের দিকে। সে লোকজন ডেকে আনে। স্থানীয়েরা ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান। ওই ঘটনার বিবরণ দিয়ে মগরাহাট থানায় লিখিত অভিযোগ করেন ৩১ বছরের বধূ। ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযুক্তকে খুঁজে পায়। গুরুগ্রাম থেকে গ্রেফতার করে আনা হয় যুবককে। মঙ্গলবার আদালতে হাজির করানো হলে ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post a Comment

Previous Post Next Post