স্কুটার শেখার সময় বচসা। বান্ধবীকে ধাক্কা মেরে পঞ্চসায়র খালে ফেলে দিল বন্ধু। রাতভর তল্লাশির পর ফের সকালে ডুবুরি নামিয়ে তল্লাশি আনন্দপুরের চিনামন্দির এলাকায়।


স্কুটি শিখতে এসে ঝামেলা। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ‍ যুবকের বিরুদ্ধে। মাঝ রাতে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। যদিও খাল থেকে খালি হাতেই উঠে আসতে হয়েছে ডুবুরিকে। ঘটনার পর থেকে খোঁজ নেই যুবকেরও।

আনন্দপুর থানা এলাকার চীনা মন্দির। খালের ধারে রাস্তায় দিন কয়েক ধরেই লক্ষ‍্য করা যাচ্ছিল এক যুবতীকে স্কুটি চালানো শেখাচ্ছেন এক যুবক। 
এলাকার বাসিন্দারা সোমবার রাত ন’টা নাগাদ লক্ষ‍্য করেন দুজনের মধ্যে ঝগড়া চলছে। তারপর হঠাৎ কেউই নেই। পড়ে রয়েছে স্কুটি ও একটি মোবাইল ফোন। 

স্থানীয় দের সন্দেহ যুবতীকে খালে ধাক্কা মেরে ফেলে পালিয়েছেন যুবক।

এরপর খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। ঘটনাস্থলে এসে পুরো বিষয় জানার পর ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি 

রাত সাড়ে ১২ টায় খালে নামানো হয় ডুবুরি।

পঞ্চান্নগ্রাম এলাকা থেকে ঘটনাস্থলে চলে আসেন যুবতীর পরিবারের সদস্যরাও। তাঁদের উপস্থিতিতে প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি। কিন্তু যুবতীকে পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে পলাতক যুবক, দাবি এলাকার মানুষের

Post a Comment

Previous Post Next Post