মেট্রো লাইনে হু হু করে ঢুকল জল, বন্ধ হয়ে গেল পরিষেবা


ক্রমশ বিস্তৃত হচ্ছে কলকাতা মেট্রো। জুড়ে যাচ্ছে শহর থেকে শহরতলি। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রেল লাইনের সঙ্গেও মেট্রোর সংযোগ বাড়ছে। কিন্তু পুরনো লাইন, অর্থাৎ গড়িয়া-দক্ষিণেশ্বর সংযোগকারী ব্লু লাইনের বেহাল অবস্থা সামনে এল আরও একবার। ফের মেট্রোর লাইনে জমে গেল জল।

বৃষ্টি হলে অনেক সময় রেল লাইনে জল জমে যাওয়ায় পরিষেবা ব্যহত হয়। কিন্তু মেট্রো লাইনেও যদি জল জমে, তাহলে চিন্তার কথা। বুধবার সকালে ফের একবার লাইনে ঢুকে গেল জল। প্রথমে আপ লাইন ও পরে ডাউন লাইনে জল ঢুকে যায়, ফলে ব্যস্ত সময়ে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয় মেট্রো পরিষেবা।

বুধবার নেতাজি ভবন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে লাইনে জল ঢুকে যায়। ফলে পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত হয়। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়। যাত্রীরা চরম অসুবিধায় পড়েন। একদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় মুস্কিলে পড়েছেন ওই লাইনের যাত্রীরা। তার মধ্যে জল ঢোকার সমস্যা। সাম্প্রতিক সময়ে এই সমস্যা দেখা গিয়েছে আগেও। অনুমান করা হচ্ছে, বুধবার সকালে বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টি হওয়ায় এভাবে জল ঢুকে যায়।

Post a Comment

Previous Post Next Post