ভোট গেলেই দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) শ্রমশ্রী প্রকল্পের গল্প শেষ । পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণাকে মঙ্গলবার এমনই কটাক্ষ করলেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী ।
পাশাপাশি এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী দাবি করেন, মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলে যেখানে তারা আক্রন্ত সেই রাজ্যে গিয়ে সরকারের সঙ্গে কথা বলুন । সেই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপদে থাকা সুনিশ্চিত করুন । একইসঙ্গে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়েও এদিন প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা ।
সোমবার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার জন্য তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন । বলা হয়, পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে । এক বছর পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরা । তার জন্য শ্রমশ্রীর পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে ।