২৬ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় তাদের দাখিল করা রিভিউ পিটিশনের কোনও ভিত্তি নেই। ফলে রাজ্য সরকার ও এসএসসির আরজি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য, কলকাতা হাই কোর্ট আগেই জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সেই কারণেই ২৬ হাজার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে।
কিন্তু সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয়, হাই কোর্টের রায়ে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। বিচারপতির বেঞ্চের মন্তব্য, এই মামলায় দুর্নীতি ও অনিয়মের যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তাই রিভিউ পিটিশন খারিজ করা হলো।
ফলে ফের অনিশ্চয়তার মধ্যে পড়লেন ২৬ হাজার চাকরিপ্রার্থী। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরেই কর্মসংস্থানের স্বপ্ন ভঙ্গ হয়েছে বহু পরিবারের। এদিনের রায়ের ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠল।