নিউ মার্কেটমুখী মানুষের ভোগান্তি, বন্ধ এসএন ব্যানার্জী রোডের একাংশ, কখন স্বাভাবিক পরিষেবা?


পুজোর আগে কেনাকাটার জন্য আর রয়েছে হাতে গোনা মাত্র চারটি উইকএন্ড। স্বাভাবিক ভাবেই শপিং করার জন্য বহু মানুষের পথ ধর্মতলা-নিউ মার্কেটমুখী। কিন্তু এরই মধ্যে এসএন ব্যানার্জী রোডের একাংশ বন্ধ থাকায় ভোগান্তি বাড়ল সাধারণ মানুষের। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, রাস্তার খানাখন্দ ভরানোর জন্য কাজ চলছে। সেই কারণে তালতলা পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। কর্মব্যস্ত দিনে যাতে এই রাস্তায় যানবাহন চলাচল বিঘ্নিত না হয়, সেই কারণে রবিবার এ কাজ করা হচ্ছে বলে জানানো হয় ট্র্যাফিক পুলিশের তরফে। কিন্তু, পুজোর আগে ধর্মতলায় স্বাভাবিক ভাবেই কেনাকাটার জন্য ভিড় বাড়ে। ফলে বাসগুলির অভিমুখ ঘুরিয়ে দেওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু মানুষকে। 

কোন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস?

ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, এসএন ব্যানার্জী রোডে কাজ চলাকালীন যদি গাড়ি ঢুকতে না পারে সেক্ষেত্রে তা সোজা মল্লিক বাজারের দিকে চলে যাবে। মল্লিক বাজারের গাড়ি চলে যাবে শিয়ালদহের দিকে। 

কখন স্বাভাবিক হবে পরিষেবা?

জানা যাচ্ছে, রাস্তায় যে গর্তগুলি তৈরি হয়েছে সেগুলি সংস্কারের জন্য জোরকদমে কাজ চলছে। তা শেষ হওয়ার পরেই এই রাস্তা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। তবে নির্দিষ্ট করে কোনও সময় এখনও জানানো হয়নি। 


কী বলছে পুরসভা?

কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘পুজোর আগে রাস্তার খানাখন্দগুলো সারাই করতে উদ্যোগী পুরসভা। আর এই কারণে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ করার প্রয়োজন হচ্ছে।’

Post a Comment

Previous Post Next Post