'ওয়ার ২' সাফল্যের মাঝে প্রিয়জনকে হারালেন Jr NTR, শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে রাজনীতির ময়দান, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর


বিনোদুনিয়ায় ফের মৃত্যুসংবাদ। থ্রি ইডিয়টস খ্যাত প্রবীন অভিনেতা অচ্যুত পোটদারের মৃত্যুর পরই প্রয়াত দক্ষিণী অভিনেতা জুনিয়র NTR-এর কাকিমা। তিনি নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্র জয়কৃষ্ণের স্ত্রী পদ্মজা। ১৯ আগস্ট সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল পদ্মজাকে। কিংবদন্তি অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্রবধূ এবং 'ওয়ার ২' খ্যাত জুনিয়র এনটিআরের কাকিমার প্রয়াণে শোকের ছায়া নন্দমুরি পরিবারে। 

পদ্মজা ছিলেন দগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাওয়ের বোন। পদ্মজার মৃত্যু সংবাদ সামনে আসতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হায়দ্রাবাদের উদ্দেশে রওনা দেন এবং এক্স হ্যান্ডেলে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। সৌন্দর্য, মাধুর্য এবং মর্যাদাশীল স্বভাবের জন্য তিনি ছিলেন সকলের নয়নের মণি। রাজনৈতিক পরিমণ্ডলেও পদ্মজার ছিল গভীর সংযোগ, কারণ তিনি ছিলেন দগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাওয়ের বোন। বিগত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

Post a Comment

Previous Post Next Post