পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ। এ বার স্কুল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, হাসপাতালের মতো জনবহুল জায়গা থেকে পথকুকুরদের সম্পূর্ণ ভাবে সরাতে হবে বলে নির্দেশ আদালতের। শুক্রবার পথকুকুরের কামড় সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকার এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-কে এই নির্দেশ দিল শীর্ষ আদালত।
রাস্তায় বেরোলেই কুকুরের কামড় খাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলায় বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার একটি বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স এবং রেল স্টেশনের মতো জায়গা থেকে পথকুকুরদের সম্পূর্ণ ভাবে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগামী আট সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করার কথা বলেছে আদালত।