বুথ লেভেল অফিসার (BLA) নিয়োগের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যেকোনও ভোটারই সেই কেন্দ্রের অন্তর্গত অন্য বুথের বুথ লেভেল এজেন্ট (BLA) হতে পারবেন। কমিশনের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যদি কোনও বুথে স্থানীয় ভোটারদের মধ্য থেকে BLA নিয়োগে অসুবিধা হয়, তবে সেই বিধানসভা কেন্দ্রের অন্য বুথের ভোটারকেও এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে। এর ফলে বুথ পরিচালনা আরও সহজ হবে এবং ভোটার তালিকা সংশোধনের কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন।
এছাড়াও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত বুথ লেভেল এজেন্টদের খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে, যেসব ভোটার মারা গেছেন বা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, তাঁদের নাম চিহ্নিত করার দায়িত্বও থাকবে BLA-দের ওপর। এই নিয়ম এখন থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনের নথিতে অন্তর্ভুক্ত হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে “সময়োপযোগী ও গণতন্ত্র-সংহতিমূলক” বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগে নতুন নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। পুরোনো নিয়মে শুধুমাত্র উক্ত বুথের ভোটারই BLA হতে পারতেন। কিন্তু নতুন নিয়মে বিধানসভা কেন্দ্রের অন্য বুথের ভোটারও BLA হতে পারবেন — এতে সকল রাজনৈতিক দলই উপকৃত হবে।”
বিরোধী দলনেতা আরও জানান, নতুন এই নিয়ম অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের চিহ্নিতকরণে সহায়তা করবে এবং ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে। তাঁর কথায়, “বাস্তব পরিস্থিতি বিবেচনা করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রশংসনীয়।” রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই পরিবর্তনের ফলে আসন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আরও কার্যকর ও নির্ভরযোগ্য হয়ে উঠবে।