পার্কিং লট হোক, অথবা কাফে। নিজেদের লোকেদের বরাত পাইয়ে দিতে সই জাল করিয়েছিলেন সন্দীপ ঘোষ-আখতার আলিরা। এই কাজে শশীকান্ত চন্দক তাঁদের দোসর ছিলেন বলে অভিযোগ সিবিআইয়ের। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলার দ্বিতীয় তথা চূড়ান্ত চার্জশিটে শশীকান্ত চন্দকই বেশিরভাগ সই জাল করেছেন বলে দাবি করেছে সিবিআই। এমনকী, এই ব্যাপারে নিশ্চিত হতে শশীকান্তর সই ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়েও পরীক্ষা করিয়েছেন সিবিআই আধিকারিকরা।
গত সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করেছে। এই চার্জশিটেই সিবিআইয়ের দাবি, সন্দীপ ঘোষ আর জি করে অধ্যক্ষের পদে যোগ দেওয়ার আগেই আফসার আলি খানের সঙ্গে পরিচয় ছিল আখতার আলির। এই আফসার আলি খান পরে সন্দীপ ঘোষের ‘নিরাপত্তারক্ষী’ হিসাবে কাজ করেন ও তাঁর দুর্নীতির দোসর হওয়ার অভিযোগে আফসার আলি খানকে সিবিআই গ্রেপ্তারও করে। আফসার এখন জেলে।