মোদী পুতিনকে বলেন, ‘ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। সাম্প্রতিক সময়ে যে সমস্ত প্রয়াস করা হয়েছে, তাতে আমি নিশ্চিত, বিশ্ব ফের শান্তির দিশা খুঁজে পাবে।’
উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে গত প্রায় চার বছর ধরে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একাধিক প্রয়াস করেছেন ট্রাম্প। সূত্রের খবর, পুতিনের ভারত সফরের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো ভারতকে অনুরোধ করেছে বৈঠকের সময়ে যাতে মোদী ‘নরম’ করে হলেও পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘চাপ’ দেন। যদিও ভারত সফরের আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের ইস্যুতে পুতিন বলেছিলেন, ‘ভারত-রাশিয়ার বন্ধুত্ব বহু পুরনো। ইউক্রেন যুদ্ধের অনেক অনেক আগে থেকেই তা রয়েছে। তাতে কোনও ফাটল ধরেনি।’ সব মিলিয়ে এই ইস্যুতে ভারতের অবস্থান দেখার জন্য মুখিয়ে ছিল গোটা রাষ্ট্র। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোদীর এই বার্তা অত্যন্ত অর্থবহ, দাবি আন্তর্জাতিক মহলের।