SIR ফর্ম জেরক্সের লাইনে দাঁড়িয়ে তরতাজা মানুষ হঠাৎ লুটিয়ে পড়লেন! মুহূর্তে মৃত্যু


শুক্রবার সকালে বারুইপুরের মল্লিকপুর এলাকায় S I R ফর্মের জেরক্স করাতে গিয়ে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম প্রদীপ কুমার দাস। ঘটনাটি ঘটে মল্লিকপুর মোড়ের কাছে, যেখানে প্রতিদিনই সরকারি নথিপত্র প্রিন্ট–জেরক্স করানোর জন্য সাধারণ মানুষের ভিড় থাকে।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং দোকানগুলির সামনে যথাযথ ভিড় নিয়ন্ত্রণের অভাব অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অনেকের বক্তব্য, সরকারি পরিষেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ না হলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

এদিকে এই ঘটনার বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দোকানদার, প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্যদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। 

হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা। স্থানীয়দের কথায়, একটি সাধারণ প্রয়োজনীয় কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউ ভাবতেও পারেনি।

Post a Comment

Previous Post Next Post