বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকে আবাসনে আগুন লেগে মৃত ৬, আহত বহু


বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ঢাকার উত্তরায় একটি আবাসনে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। নিহতদের মধ্যে ২ জন মহিলা, একজন পুরুষ এবং এক শিশু রয়েছে বলে রাজধানীর পুলিশ সূত্রে খবর। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ। শর্ট সার্কিট থেকেই আগুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

দমকল বিভাগের জনসংযোগ বিভাগের কর্তা তালহা বিন জসীম জানান, এ দিন সকাল পৌনে আটটা নাগাদ উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসনে আগুন লেগে যায়। জানা গিয়েছে, আবাসনের দোতলায় আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওটে দোতলার বেশ কয়েকটি ফ্ল্যাট। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন অনেকে। আগুন ছড়িয়ে পড়ে তিন তলাতেও।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ততক্ষণে ঝলসে মৃত্যু হয় তিন জনের। প্রায় ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

কাঠের আসবাবপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি করেন তালহা বিন জসীম। তাঁর কথায়, ‘শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ফ্ল্যাটগুলিতে প্রচুর কাঠের আসবাবপত্র ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

Post a Comment

Previous Post Next Post