রয়েছে পাকিস্তান যোগ, ভারতের ভিসা দেওয়া হল না ইংল্যান্ডের ২ তারকা ক্রিকেটারকে!


আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। এই বছর টি-২০ বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় যুগ্মভাবে বসতে চলেছে। ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট স্কোয়াডের ২ তারকা স্পিনার আদিল রশিদ (Adil Rashid) এবং রেহান আহমেদ (Rehan Ahmed) এখনও পর্যন্ত ভারতের ভিসা পাননি। এই ঘটনায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) প্রস্তুতি জোর ধাক্কা খেয়েছে। কারণ টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড দলের মধ্যে ৩ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। সেখানেও তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না।

আদিল এবং রেহানের রয়েছে পাকিস্তান যোগ
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ড ক্রিকেট স্কোয়াডে আদিল রশিদ এবং রেহান আহমেদকে রাখা হয়েছে। কিন্তু, তাঁরা দুজনেই পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার। সংবাদ সংস্থা PTI-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদিল রশিদ এবং রেহান আহমেদ শ্রীলঙ্কা সফরে আসতে পারবেন না। এমনকী, টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্য়াচও তাঁরা খেলতে পারবেন কি না, তা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে।

অন্যদিকে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই ২ ক্রিকেটারের ভিসা সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটে যাবে। এরপর তাঁরা নির্দ্বিধায় আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে আদিল রশিদ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ়িভিত্তিক ক্রিকেট লিগ SA20 টুর্নামেন্টে খেলছেন। আর রেহান আহমেদ খেলছেন বিগ ব্যাশ লিগে। এবার ২ ক্রিকেটার দেশে ফিরবেন। তারপরই ভিসা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পন্ন করা হবে।

৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান
২০২৬ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দল গ্রুপ সি'তে রয়েছে। এই একই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, নেপাল এবং বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচও এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে আগামী ১১ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে। কিন্তু, কোথায় এই ম্য়াচ খেলা হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কারণ বাংলাদেশ ইতিমধ্যে আইসিসি-র কাছে ভেন্যু বদলের আর্জি জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post