ভোটার তালিকায় সংশোধনী ঘিরে উত্তেজনা, সমুদ্রগড় স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ


ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তৈরি হওয়া ক্ষোভের আঁচ এবার গিয়ে পড়ল রেল লাইনে। নিঃশর্তভাবে সমস্ত ভারতীয় নাগরিকের নাম SIR (Standard Identification Record) তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙ্গা এলাকা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেললাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান কয়েকশ স্থানীয় বাসিন্দা।

বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো, কোনো শর্ত ছাড়াই প্রতিটি ভারতীয় নাগরিকের নাম SIR তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের অভিযোগ, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অবরোধকারীদের দাবিগুলো হলো, যাঁদের নাম ভোটার তালিকায় আগে থেকেই রয়েছে, তাঁদের নাম অপরিবর্তিত রাখতে হবে। শুনানির (Hearing) নামে প্রশাসনিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শুনানির প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দূরবর্তী কোনো কেন্দ্রে না ডেকে তাঁর নিজস্ব এলাকাতেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ব্যাহত ট্রেন চলাচল
এদিন সকাল থেকেই পারুলডাঙ্গা রেলগেটে বিক্ষোভকারীরা জমায়েত হতে থাকেন। একসময় তাঁরা রেললাইনের ওপর বসে পড়লে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। এর জেরে সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ০২ মিনিট পর্যন্ত ডাউন হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটি সমুদ্রগড় স্টেশনে আটকে পড়ে। অফিসের ব্যস্ত সময়ে হঠাৎ ট্রেন আটকে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন কয়েক হাজার নিত্যযাত্রী।

প্রশাসনের হস্তক্ষেপ
রেল অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালনা জিআরপি (GRP) ও আরপিএফ (RPF) বাহিনী। আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মিললে অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় ১২ মিনিট পর ওই লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

Post a Comment

Previous Post Next Post