ইঞ্জেকশন-এ ভয়, অথচ করোনা টিকা নিতেই হবে! এই সমস্যার সমাধান নিয়ে আসছে ভারত বায়োটেক। ভারতের প্রথম নাসাল কোভিড টিকার দ্বিতীয় ও তৃতীয় ক্লিনিক্যাল পর্যায়ের ট্রায়ালের অনুমোদন পেল। অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই নাসাল টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। এই টিকা নাকের মাধ্যমে শরীরে স্প্রে করা হবে।
শুক্রবারই এই অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক। বিশেষজ্ঞরা দাবি করেছেন সূচের মাধ্যমে শরীরে প্রতিষেধক প্রবেশ করানোর থেকে বেশি কার্যকরী নাকে স্প্রে। কারণ এতে প্রতিষেধক সরাসরি ফুসফুস, নাক, গলা-সহ শ্বাসনালীতে পৌঁছবে। যা করোনা থেকে বাড়তি সুরক্ষা দেবে বলেই দাবি।