Bankura: ভুয়ো আধার কার্ড তৈরির সঙ্গে জড়িয়ে E-Wallet জালিয়াতির জাল!


নিজস্ব প্রতিবেদন: ভুয়ো আধার কার্ড তৈরি করা, তারপর সেই সেই ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে তোলা সিম কার্ড দিয়েই জালিয়াতি চক্র ফেঁদেছিল বাঁকুড়ার ই-ওয়ালেট জালিয়াতি কান্ডের মাস্টারমাইন্ড অভিষেক মন্ডল।
ভুয়ো আধার কার্ড দিয়ে সিম কার্ড আক্টিভেশানের জন্য অভিষেকের এই চক্রে হাত মিলিয়েছিল বিভিন্ন বেসসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সিম কার্ড ডিলারদের একাংশ। তাদের মাধ্যমেই হাজার হাজার সিম কার্ড পৌঁছে যেত মাস্টারমাইন্ড অভিষেকের কাছে। ই-ওয়ালেট জালিয়াতি কান্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এদিকে এই জালিয়াতিকাণ্ডের আরো বিশদে তথ্য জানতে কলকাতা পুলিসের সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছে বাঁকুড়া জেলা পুলিস।

Post a Comment

Previous Post Next Post