রেস্তরাঁ, বার-সহ সমস্ত দোকান খোলার সময় বাড়ল


বাংলায় (Westbengal) করোনায় (Covid 19) বিধিনিষেধ (Covid 19 Restrictions) আরও কিছুটা শিথিল করা হল। রাজ্যে বার, রেস্তরাঁ-সহ দোকান খোলার সময় বাড়ানো হল। ১৬ অগাস্ট থেকে নয়া নিয়ম কার্যকর হবে।বাংলায় করোনায় (Covid 19) বিধিনিষেধ কিছুটা শিথিল করা হল। রাত ৮টার পরিবর্তে এবার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তরাঁ, বার-সহ সমস্ত দোকান। ১৬ অগাস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। শুক্রবার নবান্নের পক্ষ থেকে এক নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলায় কোভিড নিয়ন্ত্রণে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।
এদিকে, বাংলায় দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমল। কমল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ১৮৫। রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার ১০৯।মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮ হাজার ৮০০। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৭৬ জনের।

Post a Comment

Previous Post Next Post