Coronavirus Vaccine Line: ২০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে করোনার টিকার 'লাইন'! উত্তরবঙ্গ মেডিক্যালে মারাত্মক অভিযোগ


#শিলিগুড়ি:উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিনের লাইন (Coronavirus Vaccine Line) বিক্রির অভিযোগ! টিকার কুপন নিয়ে সক্রিয় একশ্রেণীর দালাল চক্র। চলছে লাইন বিক্রির কালোবাজারি! অভিযোগ তুললেন লাইনে দাঁড়ানো টিকাগ্রহীতারা। শুক্রবার এ নিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না কোভিড প্রতিষেধক টিকা। রাতের পর রাত জেগেও মেলেনি টিকা। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিচারিকার কাজে যুক্তরা। কেননা টিকা ছাড়া কোনও বাড়িতেই কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন সন্ধ্যা রায়, গীতা রায়েরা। তাঁদের অভিযোগ, ২০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে টিকার লাইন। টাকার বিনিময়ে মিলছে লাইনে দাঁড়ানোর কুপন। লাইনে না দাঁড়ালেও সহজেই মিলছে ভ্যাকসিন। অথচ তাঁরা দিনের পর দিন বাড়ির সব কাজ ফেলে লাইনে দাঁড়াচ্ছেন। কেউ রাত তিনটে থেকে তো কেউ আবার আগের দিন দুপুর থেকে। কিন্তু টিকা না পেয়েই ফিরে যেতে হচ্ছে তাঁদের। কার্যত ভ্যাকসিন নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে দিনের পর দিন। তার ওপর যখন দেখছেন লাইনে না দাঁড়িয়েও টিকামিলছে, তখনই ক্ষোভ দেখা দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post