পোস্ট অফিসের বিশেষ সেভিংস স্কিম, ১০ হাজার সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা


ইনভেস্টমেন্টে কোনও রকমের রিস্ক নিতে না চাইলে এবং গ্যারেন্টিড রিটার্ন চাইলে পোস্ট অফিসের (Post Office) এই বিশেষ স্কিমটি বর্তমানে সবচেয়ে লাভজনক বলে মনে করা হচ্ছে ৷ এই স্কিমে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে তেমনই পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম রয়েছে যেখানে টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ এরকম একটি স্কিম হচ্ছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit)৷
সামান্য টাকা ইনভেস্ট করে এই স্কিম চালু করতে পারবেন ৷ ন্যূনতম মাসে ১০০ টাকা দিয়ে এই স্কিম চালু করা যেতে পারে ৷ অধিকতম যত ইচ্ছে টাকা ইনভেস্ট করা যেতে পারে ৷ এর কোনও লিমিট নেই ৷ এখানে ভাল সুদের পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷

কত শতাংশ সুদ মিলবে ?

পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট ৫ বছরের জন্য হয় ৷ এর থেকে কম সময়ের জন্য আরডি অ্যাকাউন্ট পোস্ট অফিসে খোলা যায় না ৷ প্রত্যেক ত্রৈমাসিকে জমা টাকার উপরে সুদ ক্যালকুলেশন করা হয় ৷ এরপর প্রত্যেক ত্রৈমাসিকের শেষে অ্যাকাউন্টে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যোগ করে দেওয়া হয় ৷ ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আরডি স্কিমে বর্তমান সময়ে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ কেন্দ্র সরকারের তরফে প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করা হয় ৷
পোস্ট অফিসের আরডি স্কিমে ১০ বছরের জন্য প্রত্যেক মাসে ১০ হাজার টাকা ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬,২৪,৪৭৬ টাকা ৷

সময়ে আরডি অ্যাকাউন্টে টাকা জমা না পড়লে আপনাকে জরিমানা দিতে হবে ৷ কিস্তির টাকা জমা না দিলে প্রত্যেক মাসে ১ শতাংশ জরিমানা দিতে হবে ৷ এই ভাবে লাগাতার ৪টি কিস্তির টাকা না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল আগামী ২ মাসের মধ্যে ফের অ্যাক্টিভ করা যেতে পারে ৷

Post a Comment

Previous Post Next Post