ইনভেস্টমেন্টে কোনও রকমের রিস্ক নিতে না চাইলে এবং গ্যারেন্টিড রিটার্ন চাইলে পোস্ট অফিসের (Post Office) এই বিশেষ স্কিমটি বর্তমানে সবচেয়ে লাভজনক বলে মনে করা হচ্ছে ৷ এই স্কিমে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে তেমনই পেয়ে যাবেন গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম রয়েছে যেখানে টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ এরকম একটি স্কিম হচ্ছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit)৷
সামান্য টাকা ইনভেস্ট করে এই স্কিম চালু করতে পারবেন ৷ ন্যূনতম মাসে ১০০ টাকা দিয়ে এই স্কিম চালু করা যেতে পারে ৷ অধিকতম যত ইচ্ছে টাকা ইনভেস্ট করা যেতে পারে ৷ এর কোনও লিমিট নেই ৷ এখানে ভাল সুদের পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷
কত শতাংশ সুদ মিলবে ?
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট ৫ বছরের জন্য হয় ৷ এর থেকে কম সময়ের জন্য আরডি অ্যাকাউন্ট পোস্ট অফিসে খোলা যায় না ৷ প্রত্যেক ত্রৈমাসিকে জমা টাকার উপরে সুদ ক্যালকুলেশন করা হয় ৷ এরপর প্রত্যেক ত্রৈমাসিকের শেষে অ্যাকাউন্টে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যোগ করে দেওয়া হয় ৷ ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আরডি স্কিমে বর্তমান সময়ে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ কেন্দ্র সরকারের তরফে প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করা হয় ৷
পোস্ট অফিসের আরডি স্কিমে ১০ বছরের জন্য প্রত্যেক মাসে ১০ হাজার টাকা ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬,২৪,৪৭৬ টাকা ৷
সময়ে আরডি অ্যাকাউন্টে টাকা জমা না পড়লে আপনাকে জরিমানা দিতে হবে ৷ কিস্তির টাকা জমা না দিলে প্রত্যেক মাসে ১ শতাংশ জরিমানা দিতে হবে ৷ এই ভাবে লাগাতার ৪টি কিস্তির টাকা না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল আগামী ২ মাসের মধ্যে ফের অ্যাক্টিভ করা যেতে পারে ৷