মায়ের হাতে মায়ের আবাহন। এই ভাবনায় ভর করেই এবার শারদ-উত্সবের আয়োজন করতে চলেছে কলকাতার ৬৬ পল্লি।এবারের দুর্গাপুজোয়, ৬৬ পল্লির মূল আকর্ষণ মহিলা পুরোহিত। পৌরহিত্য করবেন ৪ মহিলা। জোর কদমে চলছে তারই প্রস্তুতি পর্ব। এতদিন মহিলারা দুর্গা পুজো পরিচালনা করেছেন। থিম বানিয়েছেন। ঢাক বাজিয়েছেন। কিন্তু সেভাবে পৌরহিত্য করতে দেখা যায়নি মহিলা পুরোহিতদের। এই দৃশ্যই এবার দেখা যাবে ৬৬ পল্লির মণ্ডপে। কলকাতায় দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম যেমনটা হতে চলেছে। উদ্যোক্তাদের বিশ্বাস, শুধু প্রতিমা বা মণ্ডপ নয়, ৬৬ পল্লির পুজোয় দর্শকদের অন্যতম আকর্ষণ হতে চলেছে মহিলাদের পৌরহিত্য।