জার্মানি: প্রায় নয় হাজার মানুষকে ফের নিতে হবে করোনা টিকা (COVID-19 Vaccine)। কারণ তারা সকলেই এক নার্সের ‘শয়তানি’র শিকার। ভ্য়াকসিনের বদলে তিনি সকলেই দিয়েছিলেন স্যালাইন (Saline Water)। গোটা বিষয়টি সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
এপ্রিল মাস থেকে ফাইজ়ার (Pfizer) টিকা দিয়ে গণটিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পরই ওই নার্সের কুবুদ্ধির শিকার হন প্রায় ৯ হাজার মানুষ। সম্প্রতিই স্থানীয় সংবাদ মাধ্যমের তদন্তে জানা যায়, করোনা টিকার নামে ওই নার্স ক্রমাগত সিরিঞ্জে স্যালাইন ভরে তা টিকাগ্রাহকদের শরীরে ঢুকিয়ে দিয়েছেন। পুলিশ জানতে পেরেছে, একবার নয়, ওই নার্স একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে।