Digha : রাত পোহালেই ১৫ আগস্ট, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দিঘা-সহ সৈকত শহরগুলিতে পর্যটকদের ভিড়ে বাড়তি নজরদারি!


দিঘা :জেলায় কমছে করোনা সংক্রমণ। দিঘা (Digha) মন্দারমণির (Mandarmoni) মতো পর্যটন কেন্দ্রগুলিতে তবু করোনাবিধি পালনের ক্ষেত্রে কোনওরকম শিথিল আচরণ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পর্যটকদের জন্য চালু করা নিয়মে খামতি দেখলেই কড়া পদক্ষেপ করবে প্রশাসন। করোনা নিয়ম পালনে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিজেই। দিঘা শংকরপুর মন্দারমণি-সহ পূর্ব মেদিনীপুরের সব পর্যটন কেন্দ্রের হোটেল কর্তৃপক্ষকে করোনাবিধি পালনের নির্দেশ দেওয়ার পাশাপাশি সবকিছুর উপর প্রশাসনিক তদারকির  বিষয়কে গুরুত্ব দিচ্ছেন ব্লক স্তরের প্রশাসকরা।

Post a Comment

Previous Post Next Post