Home Indipendence Day: কড়া কোভিড বিধি মেনে স্বাধীনতা দিবস, রেড রোডের অনুষ্ঠানে কাটছাঁট byখবর বাংলা সংবাদ -Saturday, August 14, 2021 0 নিজস্ব প্রতিবেদন: কোভিড বিধি মেনেই উদযাপিত হবে স্বাধীনতা দিবস। সেই কারণেই কাটছাঁট করা হল আড়ম্বরে। আরও বেশি কড়া হল কোভিড প্রটোকল। এ কারণেই বেশ কিছু নতুন নিয়ম জারি হয়েছে। রেড রোডে কোভিড বিধি মেনেই পালন করা হবে স্বাধীনতা দিবস। Facebook Twitter