নয়া দিল্লি: বহু সরকারি মন্ত্রকে বাকি থেকে যাচ্ছে বিদ্যুৎ বিল। সেই বকেয়া টাকার হিসেব মেটাতে হিমসিম খাচ্ছে বিদ্যুৎ মন্ত্রকও। দেশের এই সমস্যা সমাধানের জন্য সারা দেশ জুড়েই এখন প্রি-পেইড স্মার্ট মিটার বসতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে প্রিপেইড স্মার্ট মিটার বসানোর। প্রিপেইড স্মার্ট মিটার বসানোর পর, বিদ্যুৎ ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এখনও বকেয়া বিদ্যুৎ বিলের বোঝা মাথায় রয়েছে এই মন্ত্রকের।