মারণ মাঞ্জা রুখতে ফেন্সিং করা হচ্ছে মা ফ্লাইওভারে।কিছু সময় বন্ধ থাকবে মা উড়ালপুল

কাইট স্ট্রিং বেরিয়ার। মারণ মাঞ্জার বিপদ রুখতে, মা ফ্লাইওভারের ওপর শুরু হল, বেষ্টনী দেওয়ার কাজ। এর জন্য, বুধবার থেকে আগামী ১৫দিন, অর্থাত্‍ ২২ তারিখ পর্যন্ত, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের ওপর যান চলাচল। সূত্রের খবর, গত ৩ মাসে মা ফ্লাইওভারের ওপর চিনা মাঞ্জায় জখম হয়েছেন ১২ জন বাইক আরোহী। কেউ মাঞ্জা সুতোয় জড়িয়ে পিছলে পড়ে যান। কারও নাক-মুখ কেটে যায়, গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনা কমাতে, ফ্লাইওভারের দু’দিকে ফেন্সিং দেওয়ার পরিকল্পনা করে KMDA। এর আগে, পরীক্ষামূলকভাবে কিছু অংশে বেরিয়ার দেওয়া হয়। এবার, টেন্ডার ডেকে শুরু হল ফেন্সিং লাগানোর কাজ। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁদিক ঘেঁষে বসানো হচ্ছে বেষ্টনী।

Post a Comment

Previous Post Next Post