ফের রাজ্যে ৭০০ পার করল দৈনিক আক্রান্তের সংখ্যা


পরীক্ষা বাড়তেই রাজ্যে ফের ৭০০ পার করল করোনার দৈনিক সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে ৩৬,৭১২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে সংক্রমণ ধরা পড়েছে ৭০৮ জনের শরীরে। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনায় মারা গিয়েছেন ৩ জন করে। পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় মৃত্যু হয়েছে ২ জন করে ব্যক্তির। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৭৬৪।

এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ফের সংক্রমণ ১২৫ পার করেছে। বাকি জেলায় সংক্রমণ মোটের ওপর নিয়ন্ত্রণে। এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫.৬৭ লক্ষ।

এদিন পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ৬৯৩ জন। যার ফলে ২টি অ্যাক্টিভ কেস বেড়েছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ৭,৫৮৬।

রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৯৩ শতাংশ।

Post a Comment

Previous Post Next Post