ফের শহরে টাকার পাহাড়! পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে বিপুল অর্থ উদ্ধার
কলকাতা: ফের চাঞ্চল্য টাকার পাহাড়ে! পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির জালে তারাতলার এক ব্যবসায়ী। ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি নগদ অর্থ। এখনও চলছে টাকার গণনা, ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রাত থেকেই ইডির তল্লাশি অভিযান শুরু হয় দক্ষিণ কলকাতার তারাতলা অঞ্চলের এক ব্যবসায়ীর বাসভবনে। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতিতে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ব্যবসায়ীর নাম উঠে আসে তদন্তে। সেই সূত্রেই ইডি তল্লাশি চালায়।
ইডির এক আধিকারিক জানিয়েছেন, বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডেটাও উদ্ধার করা হয়েছে, যা মামলার তদন্তে বড় ভূমিকা নিতে পারে।
শহরে ফের টাকার পাহাড়ের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। বিরোধীরা প্রশ্ন তুলেছে, “এই বিপুল টাকা কোথা থেকে এল?” অন্যদিকে, ইডির তরফে জানানো হয়েছে— টাকা গণনা ও তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
তদন্তকারীদের অনুমান, এই অর্থ পুর নিয়োগ দুর্নীতির মাধ্যমে অর্জিত ঘুষের টাকাই হতে পারে। আপাতত ইডির হেফাজতে রয়েছে উদ্ধার হওয়া টাকা এবং নথিপত্র।
তদন্ত চলছে