নিজস্ব প্রতিবেদন: ফের লাল কালিতে লেখা হুমকি পোস্টার। চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার বিনপুরে।
বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুরের আঁধারিয়া গ্রাম পঞ্চায়েতের সিংপুর এলাকায় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী নামাঙ্কিত কয়েকটি পোস্ট দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই পোস্টারে লেখা রয়েছে, যেসব নেতারা ঘুষের টাকায় ভুঁড়ি মোটা করেছে তাদের জন্য জনতার দরবার খোলা হয়েছে। আবার কোনও পোস্টারে লেখা রয়েছে, শিক্ষিত বেকারদের লোনের প্রলোভন দেখিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে ঠাট্টার পাত্র করে তোলা হচ্ছে। মনে রাখবেন আমরা আসছি । আবার আরও কোনো পোস্টারে লেখা রয়েছে এই অঞ্চল নিয়ে দিদি বেশি মাতামাতি করবেন না, নচেৎ প্রতিশোধের আগুন লোকাল নেতাদের উপরে পড়বে।