ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবিতে এখনও নিখোঁজ ৩০! উদ্ধারকাজে নামল সেনা


Assam Boat Tragedy: অসমের জোরহাটের ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবির (Boat Capsized) ঘটনায় এখনও নিখোঁজ ৩০ যাত্রী। রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী পাশাপাশি নিখোঁজদের হদিশ পেতে আজ উদ্ধারকাজে নামছে হবে সেনা (Army)।

*বুধবার অসমের (Assam) জোরহাটের (Jorhat) নিমাতি ঘাটের (Nimati Ghat) কাছে রাজ্যের জল পরিবহন দফতরের একটি ফেরি (state’s Inland Water Transport (IWT) Department) 'ট্রিপকাই'য়ের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বিপরীত দিক থেকে আসা বেসরকারি নৌকা (private boat) 'মা কমলা'র। তাতেই গভীর জলে ডুবে যায় নৌকা দুটি। দুটি নৌকা মিলিয়ে মোট ১২০ জন যাত্রী ছিলেন। প্রায় সকলেই জলে পড়ে যান। সংগৃহীত ছবি। 

Post a Comment

Previous Post Next Post