বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদে আসীন ছিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এদিন বিজেপির দলীয় কার্যালয়ে এসে রাজ্য বিজেপির পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন অভিনেতা। তবে আপাতত পদ ছাড়লেও দল ছাড়ছেন না অভিনেতা। এদিন তিনি জানান, "আগামী কাল আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, এ রকম কোনও নিশ্চয়তা আছে? আমি এখনও বিজেপিতে আছি, শুধু এটুকুই বলতে পারি|"