মানসিক অবসাদে আত্মঘাতী বৃদ্ধা, গায়ে আগুন দিয়ে মৃত্যুবরণ।
কলকাতা, পর্ণশ্রীঃ
আজ সকালে পর্ণশ্রী থানার অন্তর্গত পাড়ুই পাকা রোডে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সর্বানী পাল (৬৯) নামে এক বৃদ্ধা মানসিক অবসাদের জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতা সর্বানী পাল ও তাঁর স্বামী মৃণাল কান্তি পাল একই বাড়িতে থাকতেন। স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ ছিলেন। তাঁদের একমাত্র ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকায়, বৃদ্ধ দম্পতির দেখাশোনার জন্য কেউ ছিল না। ফলে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সর্বানী দেবী।
পরিবার সূত্রে জানা যায়, স্বামী মৃণালবাবু বাড়ির একতলায় থাকতেন আর স্ত্রী আলাদা করে থাকতেন দুতলায়। আজ সকালে হঠাৎই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে সর্বানী দেবীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একাকীত্ব ও অসুস্থতার জেরে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেন ওই বৃদ্ধা। ঘটনার তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।