আত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, পাওয়া গিয়েছে মর্মান্তিক সুইসাইড নোট


মুম্বই : ফের আর এক টেলিভিশন অভিনেত্রীর আত্মহত্যার খবর সামনে এলো। আত্মহত্যা (Suicide) করলেন কন্নড় টেলিভিশনের অভিনেত্রী সৌজন্য। বৃহস্পতিবার তাঁর বেঙ্গালুরুর বাড়িতে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর, অভিনেত্রীর পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে অভিনেত্রী সাভি মাড়াপ্পা নামে সই করেছেন। সাভি মাড়াপ্পাই অভিনেত্রীর আসল নাম বলেও জানা গিয়েছে। এবং সুইসাইড নোটে তিনি আত্মহত্যার কারণও লিখে গিয়েছেন।

কর্নাটকের কোড়াগু জেলার বাসিন্দা হলেও অভিনেত্রী সৌজন্য থাকতেল বেঙ্গালুরুতে। অভিনেত্রীর মৃতদেহর পাশ থেকে চার পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। আত্মহত্যা করার আগে বাবা, মা, পরিবারের সদস্যদের কাছে এবং বন্ধুদের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে গিয়েছেন। পুলিশের ধারণা, আত্মহত্যা করার তিনদিনের বেশি সময় ধরে এই সুইসাইট নোটটি লিখেছেন অভিনেত্রী।

নিজের জীবন শেষ করে দেওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটানোর আগে অভিনেত্রী সৌজন্য সুইসাইড নোটে লিখেছেন, 'আমি একাই এই ঘটনার জন্য দায়ী। পরিবারের সদস্যরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এমন কাজ জীবনে কখনও করব না। কিন্তু আমার কাছে আর কোনও উপায় ছিল না। আমি ভিতর থেকে একেবারে শেষ হয়ে গিয়েছি। দিন দিন আমি আর সেদিকেই এগিয়ে চলেছি। এর আগে এমন কখনও আমার সঙ্গে হয়নি।'

Post a Comment

Previous Post Next Post