রেভ পার্টি থেকে আটক শাহরুখ পুত্র আরিয়ান, চলছে জিজ্ঞাসাবাদ


বিলাসবহুল জাহাজে চলা রেভ পার্টিতে অভিযান চালিয়ে শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করল NCB। শনিবার গভীর রাতে মুম্বই থেকে গোয়াগামী ওই জাহাজে অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আরিয়ান সহ আরও দু’ জনকে আটক করেছে NCB। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরিয়ান খানকে এদিন গ্রেফতার করা হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে তারকা পুত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি NCB আধিকারিকদের জানিয়েছেন, ক্রুজে আসার জন্য তাঁকে টাকা দিতে হয়নি। বরং তাঁকে অতিথি হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম ব্যবহার করেই পার্টিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা হচ্ছিল। তদন্তকারীদের এমনটাই জানিয়েছেন আরিয়ান।

এদিকে NCB এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সাত থেকে আট জনকে আটক করে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যার মধ্যে আরিয়ান ছাড়াও এক তারকা পুত্র এবং এক বলিউড অভিনেতা রয়েছেন। ওই পার্টি থেকে প্রচুর পরিমাণে বেআইনি মাদক উদ্ধার করা হয় বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোকেন, হ্যাশ, MD -র মতো পার্টি ড্রাগ মিলেছে জাহাজ থেকে। জানা গিয়েছে, কর্ডেলা নামের ওই জাহাজটির শনিবার রাতেই যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু, অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে যাত্রা শুরু করেনি। উল্লেখ্য, এম্প্রেস শিপটির উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই।
করডেলিয়া নামের ওই ক্রুজে যে মাদক পার্টি হতে পারে, সে খবর আগেই পেয়েছিল NCB। মাথাপিছু এক লাখ টাকা দিলে তবেই ওই পার্টিতে ঢোকার ছাড়পত্র মিলেছিল বলেই খবর। সমীর ওয়াংখেড়ে এবং তাঁর দল সাধারণ যাত্রী সেজেই জাহাজের সওয়ারি হয়েছিলেন। সূত্রের খবর, আচমকাই শুরু হয় মাদক-পার্টি। NCB আধিকারিকরা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে অভিযুক্তদের আটক করেন। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ মাদক। বলিউড সুপারস্টারের ছেলের কাছে মাদক ছিল, নাকি সে মাদক নিচ্ছিল, সে ব্যাপারে নিশ্চিত করার চেষ্টা চলছে বর্তমানে

Post a Comment

Previous Post Next Post