নাগাল্যান্ডে নিরাপত্তা রক্ষীর এলোপাথাড়ি গুলিতে নিহত ১৩ জন গ্রামবাসী। সন্ত্রাসবাদী ভেবে সাধারণ নাগরিকদেরকেই গুলি করে মারার গুরুতর অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত Nagaland। উন্মত্ত জনতার পালটা হামলায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা রক্ষী ও গ্রামবাসীদের সংঘর্ষে অশান্ত নাগাল্যান্ড। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শান্তি বজায় রাখার আবেদনের সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী Neiphiu Rio।
রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে, মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। সন্ত্রাসবাদী মনে করে কয়লা খনি থেকে কাজ সেরে ফেরা শ্রমিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। নিরাপত্তা বাহিনীর উপরে পালটা হামলা চালানোর অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ জনতা জওয়ানদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীদের মৃত্যুর খবর জানিয়েছেন পুলিশ সুপার