সোমবারই মুখোমুখি হবেন মোদী-পুতিন, নজরে কোন কোন চুক্তি?


নয়া দিল্লি : সোমবারই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখোমুখি হবেন তিনি। পাশাপাশি, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও বিদেশ মন্ত্রীও বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। আফগানিস্তান ইস্যু নিয়ে দুই দেশের মধ্য়ে কথাবার্তা হতে পারে সূত্রের খবর। পাশাপাশি, প্রতিরক্ষা, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও সূত্রের খবর।

ভারত ও রাশিয়া দুই দেশের বৈঠকের পর যৌথ বিবৃতিও প্রকাশ করা হবে। সোমবার ভারতে আসবেন পুতিন। তবে তার আগেই রবিবার রাতে দিল্লি পৌঁছবেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গে লাভরোভ ও প্রতিরক্ষা মন্ত্রী সার্গে শোয়গু। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে ৫ টায় শুরু হবে মোদী- পুতিন বৈঠক। রাত সাড়ে ৯ টায় দিল্লি ছাড়বেন পুতিন। সোমবার সকালেই রাজনাথ সিং-এর মুখোমুখি হবেন সার্গে শোয়গু। সকাল সাড়ে ১১ টায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন রাশিয়ার বিদেশ মন্ত্রী।

তালিবানদের হাতে আফগানিস্তানের ক্ষমতা চলে যাওয়ার পর ওই প্রথমবার নরেন্দ্র মোদীর মুখোমুখি হচ্ছেন মোদী। তাই দুই দেশের আফগানিস্তান ও নিরাপত্তা ইস্যুতে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। যে ভাবে ক্রমশ লস্কর-তইবা ও জয়শ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনের প্রতিপত্তি বাড়ছে তাতে নিরাপতাত নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে। তাই এই আলোচনা দ্বিপাক্ষিক বৈঠকে জায়গা নেবে।

Post a Comment

Previous Post Next Post