'আমরা পাহাড়ের উন্নয়ন চাই। তাই জাতীয় দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই।' তৃণমূলে যোগ দিয়ে এমনটাই জানালেন বিনয় তামাং।
পাহাড়ের রাজনীতিতে ফের নয়া মোড়। এবার তৃণমূলে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং (Binoy Tamang)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কলকাতায় রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং মলয় ঘটকের (Moloy Ghatak) হাত ধরে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন তিনি। একইসঙ্গে জোড়াফুল শিবিরে যোগ দিলেন আরও এক মোর্চা নেতা রোহিত শর্মা। এদিন সকালেই কলকাতায় পৌঁছন তাঁরা।দুপুর ২টো নাগাদ ক্যামাক স্ট্রিটে এই যোগদান অনুষ্ঠান হয়। এই যোগদান পাহাড়ে তৃণমূলের (Trinamool Congress) আরও শক্তিবৃদ্ধি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।