কলকাতা : তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, খবর সূত্রের । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেবেন তৃণমূলে, খবর সূত্রের । দল থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়েছে, জানিয়ে দিল বিজেপি । গতকালই জয়প্রকাশের সঙ্গে বৈঠকে করেছিলেন লকেট চট্টোপাধ্যায় । দল কড়া সিদ্ধান্ত নেওয়ার পর, বারবার রাজ্য নেতৃত্বের একাংশকে আক্রমণও করেন জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে, রাজ্য বিজেপিতে ডামাডোল অব্যাহত।
সোমবারই রাজ্য বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বৈঠকে ছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির পাশাপাশি সায়ন্তন বসুও। যিনি রাজ্য কমিটির তালিকা থেকে বাদ পড়েছেন।
আজ নজরুল মঞ্চে রাজ্যস্তরের বৈঠকে বসছে তৃণমূল। ইতিমধ্যে জাতীয় স্তরে সাংগঠনিক রদবদল সেরে ফেলেছে তৃণমূল। তৈরি হয়েছে নতুন ওয়ার্কিং কমিটি। এবার রাজ্য স্তরে কিছু জায়গায় রদবদলের সম্ভাবনা রয়েছে বলে শাসক দল সূত্রে খবর। ছাত্র সংগঠনে রদবদল হতে পারে। কিছু জেলায় সভাপতি পদেও রদবদলের সম্ভাবনা। রাজ্য সভাপতি বা মহাসচিব পদেও কি রদবদল হবে? এই জল্পনা ঘুরছে তৃণমূলের অন্দরে। বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।