নিজস্ব প্রতিবেদন: মাঝনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে জ্বলেপুড়ে খাক হয়ে গেল একটি যাত্রীবাহী লঞ্চ। অগ্নিদগ্ধ হয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে ঝালোকাঠিতে।
জানা গিয়েছে, ৩ তলা 'এমভি-১০ অভিযান' লঞ্চটিতে ছিলেন কমপক্ষে ৫০০ জন যাত্রী। লঞ্চের যাত্রীরা সবাই ঢাকা থেকে ফিরছিলেন। গন্তব্য ছিল বরগুনা। সুগন্ধী নদীতে যাওয়ার সময় দুর্ঘটনটি ঘটে। লঞ্চটি যখন মাঝনদীতে, তখন তাতে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তের অনুমান, লঞ্চের ইঞ্জিন রুমেই প্রথম আগুন লাগে। তারপর সেই আগুন-ই সারা লঞ্চে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ যাত্রী-ই আগুনে পুড়ে প্রাণ হারান। কয়েকজন আবার আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন।