ধর্মতলায় উল্টে গেল মিনি বাস, রবিবারের দুপুরে কলকাতায় মারাত্মক দুর্ঘটনা!


#কলকাতা: ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ল বাস। জানা গিয়েছে, বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি বাস ধর্মতলায় এসে দুর্ঘটনায় পড়ে। টায়ার ফেটে দুর্ঘটনা ঘটেছে বলে আপাতত খবর। টায়ার ফেটে ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়।

বাসে থাকা ৭ যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে ডব্লিউবি 11 বি 3048 নম্বরের মিনি বাসটি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এসে দুর্ঘটনায় পড়ে। লাইট পোস্টে ধাক্কা মারে বাসটি। জানা গিয়েছে, বাসটি বিয়েবাড়িতে আমন্ত্রিতদের নিয়ে যাচ্ছিল।

Post a Comment

Previous Post Next Post