বরো-১৪ এর ১২১ নম্বর ওয়ার্ডে পৌরপিতা রুপক গাঙ্গুলীর তত্ত্বাবধানে চলছে "পাড়ায় সমাধানের" প্রথম ক্যাম্প।



খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক :
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষের স্বার্থে নতুন ভাবনা "পাড়ায় সমাধান"  এর প্রথম ক্যাম্প অনুষ্ঠিত হলো ১২১ নম্বর ওয়ার্ডে  । যেখানে অঞ্চলের মানুষ তাদের বিভিন্ন ধরনের আঞ্চলিক সমস্যা নিয়ে আসতে পারবেন এই ক্যাম্পে এবং সেই সমস্যা এই ক্যাম্প এর মাধ্যমেই সমাধান করে দেওয়া হবে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পাড়ায় সমাধানের এই ক্যাম্পে সকাল থেকেই মানুষের সাথে সহযোগিতা করতে এবং সমগ্র ক্যাম্পটি পরিচালনা করতে দেখতে পাওয়া গেল এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলীকে   l
মানুষের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সমাধানও বাতলে দিচ্ছেন তিনি।  তবে লক্ষ্য করা গেল, এই ক্যাম্পে অঞ্চলের বহু মানুষ এসেছেন কিন্তু তাদের কোন সমস্যা নিয়ে নয় বরং এলাকার উন্নতির স্বার্থে তাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ দিতে। 






Post a Comment

Previous Post Next Post