দেশের কিংবদন্তী হকি তারকা চরণজিৎ সিংয়ের জীবনাবসান


প্রয়াত দেশের কিংবদন্তী হকি তারকা চরণজিৎ সিং। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন চরণজিৎ সিং। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের উনা অঞ্চলে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ঘটনায় দেশের ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৬৪ সালে অলিম্পিক্সে সোনা জয় করেছিল ভারতীয় হকি দল। এই দলের অধিনায়ক ছিলেন চরণজিৎ সিং। তাঁর পরিবারে দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছেন। পরের মাসেই তিনি ৯১ বছরে পা দিতেন। বছর পাঁচেক আগে তাঁর স্ট্রোক হয়েছিল। তারপর থেকেই তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post