পশ্চিম মেদিনীপুর: ১৬ বছরের পাত্রীকেই পছন্দ ৫৫ বছরের পাত্র।নাবালিকার বাবাকে কাজ দেওয়ার সুবাদে পরিচয়। তারপর বাড়িতে যাতায়াত, পছন্দ। সটান বিয়ের প্রস্তাব। কিন্তু বাবার থেকেও বড় বয়সী লোককে বিয়ে করতে নারাজ ছিল নাবালিকা। আর তারই ফল ভোগ করতে হল তাকে। গলায় পড়ল ধারালো অস্ত্রের কোপ। ধারালো অস্ত্র এফোঁড় ওফোঁড় হয়ে যায় তার গলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। শিউরে ওঠার মতো ঘটনা পশ্চিম মেদিনীপুরে পিংলার বলিশ্বরপুরে।
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, ষোলো বছরের ওই নাবালিকা পিংলা গার্লস স্কুলের ছাত্রী। সম্প্রতি তাকে বিয়ে করতে চেয়েছিলেন ৫৫ বছরের এক ব্যক্তি। নাবালিকা ও তার পরিবার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর নানাভাবে চাপ বাড়তে থাকে। কিন্তু মাথানত করে না নাবালিকা।
বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরেই বলিশ্বরপুর এলাকায় ম্যাজিক শো দেখতে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, ফেরার সময়ে বেশ কয়েকজন যুবক তার পথ আটকায়। তাদের মধ্যে একজন ছিল এলাকার যুবক মুস্তাফা খান। নাবালিকা তাকে চিনতেও পারে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। স্থানীয়রা তার আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন।