ভার্চুয়াল নয়, এবার সশরীরে প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়


আগামী ৩ রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুটোর সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল নয়, এবার সশরীরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেকটি দপ্তরের পাশাপাশি প্রত্যেকটি জেলা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রত্যেকটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপার এবং প্রত্যেকটি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, প্রতিটি জেলার কতটা উন্নয়ন হল, কোথায় কী খামতি রয়েছে প্রত্যেকটি দপ্তর ধরে ধরে রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলা থেকে জেলাশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা শাসকদের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে এই প্রথম সব জেলার, সব বিভাগের আধিকারিকদের নিয়ে সশরীরে রিভিউ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাতীয় রাজনীতিতে ক্রমশ বিজেপি বিরোধিতায় মুখ হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস। আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদের মধ্যে কী হতে চলেছে তা নিয়ে আজ, বৃহস্পতিবার দলীয় সাংসদদের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সব সাংসদের আজ বিকেলে ভার্চুয়ালি বৈঠকে ডেকেছেন তৃণমূলনেত্রী।

Post a Comment

Previous Post Next Post